আপনাদের সবার বিশ্বস্ততা ও ভালোবাসায় Styline ছুঁয়েছে ১০০০০০তম অর্ডার।
১ লাখ অর্ডার! তাও শুধুমাত্র অনলাইনেই! শুনতে অনেক কঠিন আর অসম্ভব মনে হলেও আপনাদের সাপোর্টে আমরা পৌঁছে গিয়েছি এই অনন্য উচ্চতায়।
প্রায় চার বছর আগে খুব ছোট্ট পরিসরে আমরা যাত্রা শুরু করেছিলাম মডেস্ট মার্কেটপ্লেস হিসাবে। শুরু থেকে সবসময়ই আমরা চেষ্টা করে গিয়েছি এত এত অনলাইন স্টোরের ভিড়ে আলাদা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার। তাই, অনলাইনে ১০০০০০তম অর্ডার আমাদের সফলতায় যোগ করেছে ভিন্ন মাত্রা যা পুরো Styline পরিবারের জন্য অত্যন্ত গর্বের ও নতুন উদ্যমে কাজ করার জন্য অনুপ্রেরণার। আমাদের কাস্টোমারদেরকে বেস্ট সার্ভিস অফার করতে আমরা সঠিক পথেই আছি – তারও সার্টিফিকেট কিন্তু এই এচিভমেন্ট।
১-লাখ অর্ডার সেলিব্রেশন!
১-লাখ অর্ডার উপলক্ষে আমরা কাউন্ট-ডাউন শুরু করেছিলাম শেষ ১০০ অর্ডারে ফ্রি ডেলিভারি অফার দিয়ে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনাদের থেকে ব্যাপক রেসপন্স পেয়েছিলাম আমরা। আর সেকথা মাথায় রেখে ১-লাখ অর্ডার হওয়ার পরে এখন আমরা নতুন অফার নিয়ে এসেছি আপনাদের সাথে সেলিব্রেট করতে। পরবর্তি ৫০০ অর্ডারে থাকছে বাংলাদেশের যেকোনো জায়গায় ফ্রি ডেলিভারি; হোক ঢাকায় অথবা ঢাকার বাইরে!
নতুন সম্ভাবনা – আমাদের সামনের পথচলা!
- শীঘ্রই আমাদের মোবাইল App-এ নিয়ে আসছি বিউটি এন্ড ওয়েলনেস সার্ভিস।
- হালাল এবং অরগ্যানিক কসমেটিকসের ব্যাপারে অনেকের প্রশ্ন থাকে, এক্ষেত্রে সচেতনতা বাড়াতে আমরা পাবলিশ করেছি স্টাইলাইন ব্লগ, প্রতিদিনই নতুন টপিক-এর উপরে পোস্ট হচ্ছে এখানে, একনজরে দেখে নিতে পারেন – https://blog.stylinecollection.com/category/cosmetics।
- আমাদের হোম-গ্রাউন্ড ধানমন্ডি, মোহাম্মদপুর আর আশেপাশের এলাকায় সেইম-ডে ডেলিভারির সার্ভিস আরো ইম্প্রুভ করতে কাজ করছে আমাদের লজিস্টিকস টিম।
- আমাদের প্রিমিয়াম কাস্টোমারদের জন্য ওপেন কার্ট শপিং-এর সুযোগ আনা হবে শীঘ্রই, আপনার অর্ডার করা প্রোডাক্টের পাশাপাশি আরো কিছু নতুন প্রোডাক্ট নিয়ে পৌঁছে যাবো আপনার এড্রেসে, সেখান থেকে পছন্দেরগুলো সিলেক্ট করে কিনে ফেলতে পারবেন অন স্পটেই।
এরকম আরো অনেক সাহসী উদ্যোগ নিয়ে সামনে আসবো আমরা। স্টাইলাইন মানেই যে ‘কনভেনিয়েন্স’ তা ভালোভাবে প্রতিষ্ঠা করার প্রয়াস থাকবে সবসময়ই!
স্টাইলাইন – কীভাবে বড় হচ্ছি আমরা!
২০১৫ সালে আমাদের শুরুটা হয়েছিলো হিজাব দিয়ে। পরবর্তিতে, আমাদের সফল পথচলায় মডেস্ট ড্রেস (২০১৬) আর হালাল এবং অরগ্যানিক কসমেটিকস (২০১৮) যোগ হয়েছে। আমাদের সাথে ড্রেস আর কসমেটিকসের ব্র্যান্ড হিসাবে কাজ করছে টপ লোকাল এন্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো।
মডেস্ট মার্কেটপ্লেস হিসাবে স্টাইলাইনকে গড়ে তুলতে এই ৩টি প্রোডাক্ট লাইন ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। আমাদের প্রোডাক্টগুলোর টাচ এন্ড ফিল এক্সপেরিয়েন্স দিতে আমরা ২০১৮ সালে ঢাকা, চিটাগং আর সিলেটে সেটআপ করেছি ৪টি আউটলেট, তাছাড়া এই জানুয়ারিতে শুধুমাত্র ড্রেসের জন্য আমাদের প্রথম স্টোর প্রতিষ্ঠা করেছি শ্যামলীতে। বাংলাদেশের যেকোনো এলাকায় পার্সেল পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি ছিলো আমাদের; আর সেই পথচলায় এখন আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ৫১ টি জেলায়। আমাদের এন্ড্রোয়েড আর আইফোন App-এ আসছে প্রচুর অর্ডার যা মডেস্ট প্রোডাক্ট শপিংকে নিয়ে এসেছে হাতের মুঠোয়!

মাত্রই World Hijab Day উপলক্ষে আমরা অত্যন্ত সাফল্যের সাথে অর্গানাইজ করেছি রাউন্ড-টেবিল এবং ডায়লগ সেশন যেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রি-লিডার, মডেস্ট ফ্যাশনের টপ ব্র্যান্ড-ওনার, সফল উদ্যোক্তা, ইনফ্লুয়েন্সাররা।

১-লাখ অর্ডারের পর আমাদের গন্তব্য এখানেই শেষ নয়। আমরা এখন অনেক বেশি অনুপ্রানিত – সাফল্যের সাথে পরবর্তী ১-লাখ অর্ডার নিয়ে কাজ করার জন্য। আর সেই লক্ষ্যে আমরা আরো কাছে থেকে কাজ করবো আপনাদের সাথে। খুব দ্রুতই আরো সহজ এবং কনভেনিয়েন্ট অভিজ্ঞতা নিয়ে স্টাইলাইন পৌঁছে যাবে আপনার পাশাপাশি নতুন নতুন কাস্টোমারদের কাছে।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
Congratulations….Go Ahead ….our cooperation is always with The STY`LINE…
Go ahead…congratulationsssss…best wishes to u all
Ma sha Allah, really happy for the success
Wish you all the best. Alhamdulilla.